জি নিউজ বিডি ডট নেটঃ- ভারতে ধর্ষণ বেড়ে যাওয়ার কারণে নারীদের জন্য উপযোগী আগ্নেয়াস্ত্র বাজারে ছাড়া হয়েছে। তবে সরকারের এ পদক্ষেপের সমালোচনা করেছে মানবাধিকারকর্মীরা।‘মনিপুর ওম্যান গান সারভাইভরস নেটওয়ার্ক’-র প্রতিষ্ঠাতা বিনালক্ষ্মী নিপ্রাম বলেছেন, ‘নারীদের জন্য আগ্নেয়াস্ত্র বাজারে ছাড়ার সরকারি পদক্ষেপ থেকে এটা স্পষ্ট যে তারা দেশব্যাপী ব্যাপক মাত্রার সহিংসতা থেকে নারীদের রক্ষার উপায় সম্পর্কে ভুল ধারণা পোষন করে। এই অস্ত্র ২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার মেডিকেলছাত্রী নির্ভয়ার স্মৃতির প্রতি অসম্মান। নারীর হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।’ অস্ত্র সঙ্গে থাকার কারণে নারীরা আরো ক্ষতির শিকার হতে পারেন বলেও তার আশঙ্কা। সম্প্রতি ভারতের সরকারি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান অর্ডন্যান্স ফ্যাক্টরি (আইওএফ) নারীদের আত্মরক্ষার জন্য একটি নতুন রিভলবার বাজারে ছেড়েছে। ‘নির্ভীক’ নামের পয়েন্ট ৩২ বোর রিভলবারটির ওজন ৫০০ গ্রাম। ২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার মেডিকেলছাত্রী নির্ভয়ার স্মৃতির প্রতি সম্মান জানাতেই এই রিভলবারটি বাজারে ছাড়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এর দাম ধরা হয়েছে এক লাখ ২২ হাজার ৩৬০ রুপি। এ পর্যন্ত ২০টি রিভলবার কেনার বুকিং হয়েছে। ভারতে তৈরি সবচেয়ে ছোট ও হালকা রিভলবার এটি। অস্ত্রটি মেয়েদের পার্স বা হ্যান্ডব্যাগে রাখা যাবে। যারা বুকিং দিয়েছেন, তাদের ৮০ শতাংশই নারী। সূত্র -রেডিও তেহরান #