অনলাইনডেক্সঃ- ভারতের মধ্যপ্রদেশের সাঁচি শহরে এক গৃহবধুকে ধর্ষণের পর রাস্তা হাঁটতে বাধ্য করার ঘটনায় অভিযুক্তকে আইনি হেফাজতে নেয়া হয়েছে। সাঁচি থানার ইনচার্জ পূর্নেন্দু সিংয়ের বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, সাঁচির কাছে কাছিকনখেরা গ্রামে দু’দিন আগে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার সময় ২২ বছর বয়সী গৃহবধুকে ধর্ষণ করে সৌদান সিং (৪২) নামে এক ব্যক্তি। বিষয়টি গোপন রাখতে ওই মহিলার ওপর চাপ প্রয়োগ করে ধর্ষক। কিন্তু ধর্ষিতা তা গ্রামবাসীর কাছে প্রকাশ করে বিচার দাবি করে। এতে ক্ষুব্ধ হয়ে জোর করে ঘরে ঢুকে মহিলাকে বিবস্ত্র করে চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে আসে সৌদান। গ্রামের লোকজন মহিলার শরীর কাপড় দিয়ে ঢেকে দিলেও ধর্ষক তা আবার সরিয়ে দেয়।পরে মহিলার স্বামী ঘটনাস্থলে এসে তাকে ঘরের ভেতরে নিয়ে যান। এরপরই পুলিশের কাছে অভিযোগ জানান ধর্ষিতা। তার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সৌদানকে গ্রেফতার করে পুলিশ।বুধবার তাকে আদালতে পেশ করা হলে তাকে আইনি হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়েছে। সূত্র– রেডিও তেহরান,এ ঘটনায় ভারতের নারীদের মধ্যে নতুন করে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।