মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতীঃশেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এম এ বারীর পুত্র ও শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহসিনুল বারী রুমি ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীদের সাথে ৯ অক্টোবর বুধবার সন্ধ্যায় মতবিনিময় করেছেন। শেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চাঁন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আঃ ওয়াহাব মন্ডল, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হেকিম মোহাম্মদ আলী, কাংশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ আজিজ ধলু ও যুবলীগ নেতা এস এম বাদশাসহ অন্যান্য নেতা কর্মীর সাথে বিনিময় করেনমোহসিনুল বারী রুমি। মত বিনিময় কালে তার সফর সঙ্গী হিসেবে ছিলেন শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল আলম রিপন ও যুবলীগ নেতা নজরুল ইসলাম। মত বিনিময় সভায় তৃনমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে রুমি বলেন, ধর্মের নামে সাধারণ মানুষের মাঝে বিএনপি জামায়াত ৫টি সিটি কর্পোরেশনে ভোট নিয়েছে। বিএনপি জামায়াত অপপ্রচারে পারদর্শী। গত ৫ মে ঢাকার শাপলা চত্ত¡রে হাজার হাজার হেফাজত কর্মীকে হত্যা করা হয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে। আগামী দিনে এ দেশে বিএনপি জামায়াত জোট সরকার গঠন করলে ২০০৪ সালের মত দেশের প্রতিটি জেলায় বাংলা ভাই নামের গডফাদারের জন্ম হবে। এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ বার বার নির্যাতনের শিকার হবে। কাজেই তারা ক্ষমতায় ফিরে এলে এ দেশে জঙ্গী ও সন্ত্রাসবাদ আবার ফিরে আসবে। তাই দেশের উন্নয়নের কথা বিবেচনা করে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।