মিয়ানমারে ২ দিনে ২ শতাধিক মুসলমানকে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক:-  মিয়ানbarma 1মারের সীমান্তবর্তী জেলা মঙডুতে নতুন করে মুসলিম নিধনের ভয়াবহ ঘটনার খবর পাওয়া গেছে। গত দু’দিনে মঙডু জেলা শহর থেকে আট মাইল দক্ষিণে অবস্থিত মুসলিম অধ্যুষিত খিলা্‌ইডং গ্রামে দু’শতাধিক শিশু ও নারীকে হত্যা করা হয়েছে বলে অসমর্থিত খবরে জানা গেছে। এছাড়া, আরো শতাধিক মুসলিম মহিলা নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বিকেলে বাংলাদেশের নাফ নদীতে জেলেদের জালে পাঁচটি শিশুর লাশ পাওয়ার পর এ নির্মম গণহত্যার খবর প্রকাশ হয়ে পড়ে। জানা গেছে, গত ১৩  জানুয়ারি স্থানীয় লুনটিন বাহিনীর তিনজন সদস্য ও একজন নাসাকা সদস্য খিলা্‌ইডং গ্রামে চাঁদা আদায় করতে গিয়ে বাধার মুখে পালিয়ে যায়। এরপর তারা প্রচার করে দেয় যে, গ্রামবাসীরা একজন পুলিশকে হত্যা করে লাশ লুকিয়ে ফেলেছে। এ ঘটনার জের ধরে সোমবার রাতেই বিভিন্ন সরকারী বাহিনীর কয়েকশ’ সদস্য গ্রাম ঘিরে ফেলে। আতঙ্কিত পুরুষরা যে যে দিকে পারে পালিয়ে গেলেও পরদিন সকাল থেকে অভিযান চালিয়ে গ্রামের নারী ও শিশুদের পাইকারীভাবে গ্রেফতার করে একটি স্কুল ঘরে আটকে রাখে। সেখান থেকে  জনা পঞ্চাশেক মহিলাকে বাছাই করে বুচিডং থানা হাজতে পাঠিয়ে দেয়। বাকীদের ছেড়ে দেয়া হয়। এ পর সরকারী বাহিনীর উপস্থিতিতেই মঙ্গলবার সশস্ত্র রাক্ষাইনরা বেপরোয়া হামলা চালিয়ে নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করে। আজ বিকেল নাগাদ দু’শতাধিক লাশ  সংগ্রহ করেছে সরকারী বাহিনী। নিহতদের বেশিরভাগই ৮ থেকে ১৫ বছর বয়সের শিশু।  তবে, এখনো শতাধিক নারী ও শিশু নিখোঁজ রয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পাওয়া গেছে। সূত্র- রেডিও তেহরান তাঃ- ১৭ জানুয়ারি২০১৪ #

 

 

Exit mobile version