আন্তর্জাতিক ডেস্ক:- উত্তর প্রদেশের মুরাদাবাদ দাঙ্গায় অভিযুক্ত বিজেপি কর্মীদের সংবর্ধনার আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছে বিজেপি। বিজেপি কর্মীদের কৃতিত্বে বেজায় খুশি হয়েছিলেন দলীয় নেতারা। আর সেই কৃতিত্বকে স্বীকৃতি দিতে রীতিমত সংবর্ধনার আয়োজন করা হয়। আজ ৫ অক্টোবর এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উত্তর প্রদেশের মুরাদাবাদ দাঙ্গায় এসব কর্মী অভিযুক্ত হয়ে এত দিন জেল খাটছিলেন। জেলখাটা ৮৬ জন কর্মীকে আজই সংবর্ধনা দেয়ার কথা ছিল।
গত ৪ জুলাই মোরাদাবাদে সহিংসতার দায়ে এদেরকে গ্রেফতার করেছিল পুলিশ। সহিংসতায় আক্রান্ত হয়েছিলেন চন্দ্রকান্ত নামে একজন জেলা শাসক। বিজেপি সমর্থকদের ছোঁড়া পাথর তার চোখে আঘাত করলে তিনি মারাত্মকভাবে জখম হন। এইসময় পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়।জানা গেছে, একটি মন্দির থেকে লাউড স্পিকার অপসারণের অভিযোগে বিজেপি সংশ্লিষ্ট এলাকায় একটি মহা পঞ্চায়েতের ডাক দেয়। পুলিশ এটাকে বেআইনি বলে ঘোষণা করে। এরপরই উত্তেজনা শুরু হয় এবং এক পর্যায়ে তা দাঙ্গায় রূপ নেয়।
অভিযুক্ত বিজেপি কর্মীরা প্রায় তিন মাস জেলে থাকার পর গত ২৬ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়েছেন। বিজেপি দলের অমরোহা শাখা তাদের সংবর্ধনার আয়োজন করে ৫ অক্টোবর। কিন্তু বিষয়টি মিডিয়ায় ফাঁস হতেই বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিজেপি। তারা প্রশ্ন তোলে, দাঙ্গায় অভিযুক্তদের সম্মানিত করে বিজেপি আসলে কী বার্তা দিতে চাইছে?
এই সংবর্ধনা সভায় বিজেপি’র উত্তর প্রদেশ রাজ্য প্রেসিডেন্ট লক্ষীকান্ত বাজপেয়ীর আসার কথা প্রচার করা হয়। শেষ মুহূর্তে লক্ষীকান্ত বাবু ওই সভায় যেতে অস্বীকার করেন। আর এতেই ভেস্তে যায় সব আয়োজন। বাতিল করা হয় সংবর্ধনা সভা।
এর আগে মুজাফফর নগর দাঙ্গায় অভিযুক্ত বিধায়ক সংগীত সোম এবং সুরেশ রানাকে সংবর্ধনা দেয়া হয় দলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সাবেক রাজ্য প্রেসিডেন্ট অমিত শাহ এবং বর্তমান রাজ্য প্রেসিডেন্ট লক্ষীকান্ত বাজপেয়ী। আমিত শাহ অবশ্য সারা ভারত বিজেপি’র প্রেসিডেন্ট পদে উন্নীত হয়েছেন।
সুরেশ রানা এবং সংগীত সোমকে ‘হিরো’ এবং হিন্দুদের রক্ষাকর্তা বলে অভিহিত করে উচ্ছসিত প্রশংসা করেছিলেন সংবর্ধনা মঞ্চে উপস্থিত লক্ষীকান্ত বাজপেয়ী। দুজনকেই সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দেয়ার অভিযোগে উত্তর প্রদেশ পুলিশ গ্রেফতার করেছিল। পরে তারা জামিনে ছাড়া পায়।
বিজেপির অমরোহ জেলা প্রেসিডেন্ট গিরীশ ত্যাগী বলেন, মুরাদাবাদ দাঙ্গায় অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে দাঙ্গা, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত, জনগণ এবং রেলের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা ইত্যাদি অভিযোগ করে পুলিশ। বস্তুত মুজাফফর নগরের পথ অনুসরণ করে মুরাদাবাদ দাঙ্গায় অভিযুক্তদের সম্মান জানানোর সিলসিলা জারি রাখার চেষ্টা হয়।খবর:রেডিও তেহরান,অবশেষে মিডিয়া ও রাজনৈতিক দলের সমালোচনার মুখে একপ্রকার চাপে পড়েই তা বাতিল করা হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন।
মুরাদাবাদ দাঙ্গা: চাপে পড়ে অভিযুক্তদের সংবর্ধনা বাতিল করল বিজেপি
Share This