অনলাইন ডেস্ক:- ভোলার মনপুরায় মেঘনা নদীতে দেড় শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বৈরি আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে।এঘটনায় এখন পর্যন্ত অন্তত অর্ধ শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, কলাতলী চর থেকে মনপুরা আসার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে দেড় শতাধিক যাত্রী ছিলেন। তাদের মধ্যে থেকে প্রায় চল্লিশজন সাঁতরে উঠতে সক্ষম হন। এরপর স্থানীয়রা নদী থেকে চার শিশুসহ আট জনের লাশ উদ্ধার করেন।
বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। এদিকে মনপুরা থানার ওসি হানিফ শিকদার জানান, লাশের সংখ্যা আরো বাড়তে পারে। এঘটনার পর ভোলা জেলা প্রশাসক সেলিম রেজা ও কোস্টগার্ড কমান্ডার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।