অনলাইন ডেস্ক, জি নিউজঃ- সিরিয়ায় দামেস্কের শহরতলিতে সিরীয় সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে, তার পক্ষে তথ্য প্রমাণ হাজির করার দাবি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে যদি তথ্য প্রমাণ থাকে, তাদের উচিৎ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তা পেশ করা। কথিত রাসায়নিক অস্ত্র হামলার তদন্ত করতে যাওয়া জাতিসংঘ পরিদর্শকরা যখন মাত্র সিরিয়া ত্যাগ করেছেন, তখনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মন্তব্য করলেন। তিনি সাংবাদিকদের বলেন, সিরিয়ায় ২১শে আগষ্টের ঐ হামলার জন্য সরকারকে দায়ী করা হবে বোকামি। তিনি প্রশ্ন করেন, সিরিয়ার সরকারি বাহিনী যখন বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সুবিধেজনক অবস্থানে আছে, তখন যারা সিরিয়ার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের দাবি তুলছে, তাদের হাতে সরকার কেন একটা ট্রাম্প কার্ড তুলে দিতে যাবে? প্রেসিডেন্ট পুতিন বলেন, তিনি নিশ্চিত, যারা সিরিয়ার এই সংঘাতে অন্যান্য দেশকে জড়াতে চায়, এটা তাদের দিক থেকে একটা উস্কানি। প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি এতটাই নিশ্চিত যে এই হামলা প্রেসিডেন্ট আসাদের সরকার চালিয়েছে, তাদের উচিত সেই প্রমাণ হাজির করা, সেটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পেশ করা। উল্লেখ্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি মাত্র গতকালই দাবি করেন যে সিরিয়ার রাসায়নিক হামলা কে, কখন, কোত্থেকে চালিয়েছে, তা তারা জানেন। তিনি আরও দাবি করেন যে এই হামলায় এক হাজার চারশো ২৯ জন নিহত হয়েছেন। জন কেরি বলেন, প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে যদি এর জন্য ব্যবস্থা নেয়া না হয়, তাহলে ইতিহাস কাউকেই ক্ষমা করবে না। সূত্র :বিবিসি বাংলা,