অনলাইন ডেস্ক:যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কানেকটিকাট অঙ্গরাজ্যে দুটি যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। আহত ৫ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। ট্রেন দুটিতে কমপক্ষে ২৫০ যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণে নিউ ইয়র্ক ও বোস্টনের মধ্যে ট্রেন চলাচলের রুটটি আপাতত বন্ধ রয়েছে। নিউ হ্যাভেন থেকে নিউ ইয়র্কগামী একটি মেট্রো-নর্থ ট্রেন গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পতিত হয়। কানেকটিকাট অঙ্গরাজ্যের গভর্নয় ড্যানেল ম্যালয় জানান, একটি ট্রেনের সামনের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি এটাকে দুর্ঘটনা হিসেবেই মনে করছেন। তদন্ত কর্মকর্তারা দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন। তবে এত বড় একটি দুর্ঘটনায় কেউ নিহত না হওয়ায় ও গুরুতর আহতের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ খবর অনলাইন বিবিসির।