জিনিউজ-
রংপুর প্রতিনিধি : গত বছরের তুলনায় রংপুর বিভাগে এবার গম চাষ বৃদ্ধি পেয়েছে। কয়েক বছর থেকে আলুতে ক্ষতি অব্যাহত থাকা, ধানের বাজার নিম্নমুখী হওয়ায় অনেক কৃষক গম চাষে আগ্রহী হয়ে উঠেছে। এছাড়াও গম উৎপাদনে তুলনামূলক কম খরচ এবং বাজার ভাল হওয়ায় গম আবাদ বৃদ্ধির অন্যতম কারণ বলেও কৃষি বিভাগের সংশ্লিষ্টদের দাবি। কৃষি সমপ্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে গত বছরের চেয়ে এ বছর ১৯ হাজারের অধিক হেক্টর জমিতে গমের আবাদ বেশি হয়েছে। জানা গেছে, সেচ নির্ভর বোরো ধান আবাদে কৃষকদের যে খরচ হয় তাতে ধান বিক্রি করে উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়ে। পাশাপাশি আলু্ উৎপাদনকারী কৃষকদেরও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে গম চাষে উৎপাদন খরচ কম হওয়ায় এবং গমের দাম ভাল থাকায় কৃষকরা গম আবাদে দৃষ্টি দিয়েছে। কৃষি সমপ্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, রংপুর বিভাগের ৮টি জেলায় মোট ১ লাখ ৮ হাজার ৪শ ২৩ হেক্টর জমিতে গম আবাদের লক্ষমাত্রা থাকলেও আবাদ হয়েছে ১ লাখ ২৫ হাজার ১শ ৩০ হেক্টর জমিতে। রংপুর জেলায় গম আবাদ হয়েছে ৩ হাজার ২শ’ ৬০ হেক্টর জমিতে, গাইবান্ধায় ৩ হাজার ৩শ ৮ হেক্টর, কুড়িগ্রামে আবাদ হয়েছে ১৫ হাজার ৮৫ হেক্টর, লালমনিরহাটে ১ হাজার ৩শ ১০ হেক্টর, নীলফামারীতে ৪ হাজার ৬শ ১৫ হেক্টর, দিনাজপুরে ২০ হাজার ৪শ ২৫ হেক্টর, ঠাকুরগাঁও ৬০ হাজার ৫শ এবং পঞ্চগড়ে ১৬ হাজার ৫শ ৫০ হেক্টর জমিতে। গত বছর রংপুর বিভাগে আবাদ হয়েছিলো ১ লাখ ৫ হাজার ৯শ ৬৮ হেক্টর জমিতে। অর্থাৎ এ বছর শতকরা ১৮ ভাগ বেশি জমিতে গমের আবাদ হয়েছে। কৃষি সমপ্রসারণ অধিদফতরের উদ্যান বিশেষজ্ঞ খোন্দকার মোঃ মেসবাহুল ইসলাম বলেন, কৃষকেরা ধান ও আলু আবাদ করে ক্ষতিগ্রস্ত হওয়ায় গম চাষ শুরু
করেছে। এছাড়াও উৎপাদন খরচ কম হওয়ায় এবং গমের বাজার ভালো থাকায় গম চাষ বৃদ্ধি পেয়েছে বলেও তিনি জানান।
রংপুর বিভাগে গত বছরের চেয়ে এ বছর গম চাষ বেড়েছে
Share This