আন্তর্জাতিক ডেস্ক:- ইরাকের রাজধানী বাগদাদে দফায় দফায় বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে। প্রথম হামলা হয়েছে বাগদাদের কাদিমিয়া এলাকায়। সেখানে এক সন্ত্রাসী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়।
ওই এলাকায় সপ্তম শিয়া ইমাম মুসা ইবনে জাফর আল-কাজিম (আ.) এবং নবম ইমাম মুহাম্মাদ আত-তাকি (আ.) এর মাজার অবস্থিত। একটি চেকপয়েন্টের কাছে চালানো এ হামলায় তিনজন রক্ষী এবং পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত হয়। হামলায় আহত হয়েছে অন্তত ২৩ জন।
দ্বিতীয় হামলা হয়েছে বাগদাদের আসকান এলাকায়। ইফতারির আগ মুহূর্তে চালানো এ হামলায় চারজন নিহত ও ১১ জন আহত হয়েছে। এছাড়া, বাগদাদের আল-আমাল, শাব ও বানুক এলাকায় দুটি বিস্ফোরণে ১৮ জন নিহত ও বহু মানুষ আহত হয়। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বাগদাদে ধারাবাহিক হামলা ও এসব হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে।
ইরাকের আল-আনবার প্রদেশে যখন সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে সামরিক অভিযান চলছে তখন বাগদাদে এসব বোমা হামলার ঘটনা ঘটলো।খবর:রেডিও তেহরান, অভিযানে গতকাল অন্তত ১৭ সন্ত্রাসী নিহত হয়েছে।
রক্তাক্ত রোববার: দফায় দফায় বোমা হামলায় ইরাকে নিহত ৪০
Share This