অনলাইন ডেস্ক:- অভিজিৎ রায় হত্যার এক মাসের মাথায় ঢাকায় আরো একজন ‘ব্লগারকে’ হত্যা করা হয়েছে৷ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ওয়াশিকুর রহমান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সোয়া ৯টার দিকে ওয়াশিকুর দক্ষিণ বেগুনবাড়ির একটি মেস থেকে বেরিয়ে হেঁটে যাওয়ার সময় ৩ যুবক চাপাতি নিয়ে তাকে আক্রমণ করে এবং এলোপাথাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। তখন দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির জানান, সকালে বেগুনবাড়ি দিপীকার ঢাল থেকে ওয়াশিকুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওয়াশিকুরের পকেট থেকে পাওয়া তার ভোটার আইডি কার্ড থেকে জানা যায়- বেগুনবাড়ি তেজগাঁও এলাকায় থাকতেন তিনি। বাবার নাম টিপু সুলতান।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকার করেছেন। ওই দুজন জানিয়েছেন, নিহত যুবক ব্লগার ছিল বলে তাকে হত্যা করা হয়েছে।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মোড়ে আমেরিকা প্রবাসী লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে (৩৮) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদকে বন্যাও (৩০) জখম করা হয়।
রাজধানীতে এক ‘ব্লগারকে’ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা,২জন আটক
Share This