জি নিউজ প্রতিনিধিঃ- রাজধানীর কমলাপুরের টিটি পাড়ায় এলাকায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- দৈনিক জনকণ্ঠের সাব-এডিটর একেএম ওবায়দুর রহমানের স্ত্রী নাজমুস সাবাহ নাজুসহ আরও ২জন ।গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আহতদের মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে নিহত ৩জনের মধ্যে নাজু ঢামেকে মারা যান। এছাড়া র্দুঘটনার পর ঘটনাস্থলে আরও দুই জনের লাশ পড়ে থাকতে দেখা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-গাজীপুর রুটে চলাচলকারী বলাকা পরিবহনের একটি বাস গাজীপুরের দিকে যাচ্ছিল। এসময় টিটি পাড়ায় ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।র্দুঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ।
রাজধানীর কমলাপুরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৩, আহত ১২
Share This