ডেস্ক রিপোটঃরাজধানী ঢাকা শহরের বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যক্তি নিজেদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে,ড্রাগ লাইসেন্স ব্যতীত ভেজাল/নকল ঔষধের দোকান পরিচালনা এবং রেজিস্ট্রেশন ও লেবেল বিহীন ভেজাল/নকল ক্ষতিকারক ঔষধ বিক্রয় করে নিরীহ সাধারন মানুষকে সুচিকিৎসার নামে প্রতারণা করে অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এছাড়াও তারা নিজেরা ঔষধ তৈরী করে বাজারের প্রসিদ্ধ ব্র্যান্ডের ঔষধের মোড়ক ব্যবহার করে তা বিক্রি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। এই ধরণের প্রতারক চক্রের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য র্যাব-২ এর গোয়েন্দা কার্যক্রম তৎপর থাকে।
০৩ সেপ্টেম্বর ২০১৫ খ্রিঃ তারিখ ১৩.৩০ ঘটিকায় র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ঔষধালয়ে অভিযান পরিচালনা করে মোঃ গাজী সালাহউদ্দিন বাবু(৩২)-কে আটকসহ ঔষধালয় হতে অন্যান্য ঔষধ কোম্পানীর লেভেল যেমন জনশক্তি হারবাল ইন্ডাসট্রিজ ,ফেমাস ফার্মাসিউটিক্যাল, মন্টু কেমিক্যাল কোম্পানী , মাসরেকি দাওয়াখানা,হেমি ল্যাবটেরী , শ্রী কুন্তেশ্বরী ঔষধালয় এর লেভেল তৈরী করে তা ব্যবহার, মেয়াদ উর্ত্তীন ঔষধ মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ৫০,০০০ হাজার পিস অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট, ৫০,০০০ হাজার বোতল বিভিন্ন ধরনের সিরাপ, জব্দ করে যার অনুমানিক বাজার মূল্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা। আসামীর এরুপ স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হেলাল উদ্দিন, ১৯৪০ সালের ড্রাগ এ্যাক্ট এর ১৮(সি)ধারা লংঘনের অপরাধে ২৭ ধারা মোতাবেক, মোঃ গাজী সালাহউদ্দিন বাবু(৩২)-কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে ২ (দুই) মাসের কারাদন্ড প্রদান করেন । উক্ত অভিযানের নেতৃত্ব প্রদান করেন র্যাব-২-এর উপ-পরিচালক জনাব মোঃ দিদারুল আলম এছাড়া আরোও উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত¡াবধায়ক জনাব সৈকত কুমার কর। ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের ভেজাল ঔষধ বিরোধী অভিযান অব্যাহত রাখবে।