রাজাপুর (ঝালকাঠী) প্রতিনিধিঃঝালকাঠীর রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী ইসাহাকাবাদ হোসাইনিয়ার সিনিয়ির আলিম মাদ্রসায় ৪০০ জন ছাত্র/ছাত্রী লেখাপড়া করে। এবং ৩০ জন শি¶ক ও কর্মচারী রয়েছে। ইসাহাকাবাদ হোসাইনিয়ার সিনিয়ির আলিম মাদ্রসায় আসা যাওয়ার একমাত্র সড়ক পথ হল পাড়গোপালপুর থেকে বিশ্বাস বাড়ী সড়ক। সড়ক থেকে প্রতিনিয়ত প্রায় শত শত ছাত্র/ছাত্রীসহ জনসাধারন যাতায়াত করে। সড়কটি বেহাল অবস্থার কারনে দুভোর্গে ছাত্র/ছাত্রীসহ এলাকাবাসী। বন্যার পানিতে ডুবে যাওযায় রাস্তাটি প্রচন্ড কাদা মাটির উৎপত্তি হয়। এবং সড়কটির মাঝখানে ১টি ব্রীজ রয়েছে। যার অবস্থা বেহাল যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন জানান, সড়কটির অবস্থা বেহাল হওয়ার কারনে প্রতিদিন ছাত্র/ছাত্রীরা ছোট খাট দুর্ঘটনার শিকার হচ্ছে। এবং সড়কটি প্রশস্ত করনের জন্য উপরোক্ত কর্মকর্তাদের তিনি বার বার অবহিত করেছেন কিন্তু কোন ফল পাওয়া যায়নি। মাদ্রাসার উদ্দ্যোগে রাস্তার উপরে সাকো তৈরি করে মাদ্রাসাটির ছাত্র/ছাত্রীসহ এলাকাবাসী যাতায়াত করে। এ বিষয়ে ইউপি সদস্য তৌহিদুল ইসলাম (তৌহিদ) জানান, তিনি অনেক বার চেষ্টা করেছেন কিন্তু কোন উন্নতি হয় নাই। সড়কটির কাজ যাতে দ্র“ত করা হয়। তাই আগামীকাল বুধবার দুপুর ১.৪০ মিনিটে মাদ্রাসার ছাত্র/ছাত্রীসহ এলাকাবাসী অর্ধ ঘন্টা যাবত মানব বন্ধন করেছেন। তাই এলাকা বাসীর আসা যাহাতে সড়কটির কাজ দ্র“ত সম্পন্ন করা হয়।
সাইফুল ইসলাম