মোঃ সাইফুল ইসলাম (ঝালকাঠি) প্রতিনিধিঃআগামী কাল রোববার ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচন। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে জমেছে তিন নারীর লড়াই। শক্তিশালী রাজনৈতিক দুদলের দুজন প্রার্থী হলেও নিরীহ আরও একজন ¯^তন্ত্র প্রার্থী রয়েছেন। এ তিনজনই নির্বাচনী মাঠে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন এ জনপদ সরগরম রেখেছেন। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যানের অবস্থান ধরে রাখতে ও আওয়ামী লীগ প্রার্থীকে সাংগঠনিকভাবে বিজয় নিশ্চিত করতে চাইলেও বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী ব্যাপক গণসংযোগ আর প্রচারণায় চিন্তায় ফেলেছেন আওয়ামী লীগ প্রার্থীকে। তিন প্রার্থীই নির্বাচিত হওয়ার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। রাজাপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বনদ্বিতা করছেন তারা হলেন স্বতন্ত্র প্রার্থী নাজমা আক্তার নাসরিন (কলস), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন্নাহার পুতুল (ফুটবল) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আফরোজা আক্তার লাইজু (হাঁস)। আফরোজা আক্তার লাইজু এর আগের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্ব›দ্বীতায় জয়ী হয়েছিলেন। আফরোজা আক্তার লাইজু বলেন, পাঁচ বছর জনকল্যাণে কাজ করেছি এবারও জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আশাবাদী। বিএনপির প্রার্থী নাজমুন্নাহার পুতুল বলেন, জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের কল্যানে কাজ করার সুযোগ দিবেন বলে তিনি মনে করেন। নিরীহ স্বতন্ত্র প্রার্থী নাজমা আক্তার নাসরিন বলেন, সাধারণ মানুষের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলেও প্রকৃত পক্ষে পরে তাদের আর খোঁজখবর নেয় না। আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি সাধারণ, গরিব ও নিরীহ মানুষের সাথে থেকে উন্নয়নে কাজ করবো। সুষ্ঠু ভোট হলে তিনি নির্বাচিত হবেন বলে তার বিশ্বাস।