রাজাপুর প্রতিনিধিঃ বরিশাল-খুলনা আঞ্চলিক মহা সড়কের রাজাপুর উপজেলার বিশ্বাস বাড়ী নামক স্থানে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে মহিলাসহ ৭জন ঘটনা স্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৫জন। আহতরা রাজাপুর ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ও চিকিৎসা নিয়েছেন।
নিহতদের মধ্যে ঝর্না ও শাওন নামে ২জন স্বামী স্ত্রী রয়েছেন। নিহত অন্যরা হল আবুল কালাম, মুকুল ও গিয়াস উদ্দীন। নিহত অন্য ২জনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রুপম পরিবহন নামে গাড়ীটি আনুমানিক ৭০ জন যাত্রী বোঝাই করে খুলনা থেকে বরিশাল আসার পথে মঙ্গলবার বিকাল ৪টায় চালক ঘটনা স্থলে এলে চালক নিয়ন্ত্রন হারায়। এতে গাড়ীটি সামনের খালে পরে দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোক জন এসে আহত ও নিহতদের উদ্ধার করে রাজাপুর ও বরিশাল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কমপক্ষে ১০জনের অবস্থা আশংকা জনকবলে চিকিৎসকরা জানিয়েছেন। আহতরা হলেন,তোহান (৭) তানিয়া (৩০) কবির (২৫) রেজাউল(৪২) রায়হান (৩৫)সাইদুল (৪০) নওশের (৪৫) ইলিয়াছ (৩৮) শ্বরসতী(২৪)মুক্তা (৫০) মোশারফ(৩০)মাইনুল (২৮) ফাতেমা(২৪) শাহ আলম(৫২) রুনা(২২) জুলফিকার(২৮) হানিফ(২৪) শিরিন(৩২)মেরী(৩০)রুহুল আমীন(৪২) লাভলী(২২)আবুছালেহ(৪২) আবদুল হক(২৮)ইমরান (২৭)রহমান(৪০) আল মামুন(২৬)ও ইকরাম (৩৫)। সংবাদ পেয়ে রাজাপুর থানা পুলিশ ও জেলা পুলিশ সুপার মো. মজিদ আলীও জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেন ঘটনা স্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে সহায়তা করেন। আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপেলেক্স্রে ভর্তি হয়েছেন বলে ডাঃ কামাল হোসেন জানান। বাকী আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এদুর্ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে আসে।