মোঃ মহিউদ্দিন ভান্ডারী, রাজাপুর প্রতিনিধিঃঝালকাটির রাজাপুর রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সভাপতি আউয়াল গাজি ও সাধারন সম্পাদক রহিম রেজাসহ কমিটির সকলকে জাতীয় মানবাধিকার ইউনিটির প¶ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এসে তারা এ শুভেচ্ছা জানান। এ সময় জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মোঃ মিরাজ খান, সাংবাদিক সিদ্দিক আকন, নুর হোসেন সুমন, মিজানুর রহমান পনা, সাইদুল ইসলাম, এসএম খালিদ হাসান সুমন, মানবাধিকার কর্মী মাওলাদুর রহমান, রেফায়েদ হোসেন, রাসেল খান ও সুধির মালাকার প্রমুখ উপস্থিত ছিলেন।