অনলাইন ডেস্ক, জি নিউজঃ- অতীতের ব্যবসা সফলতার সব রেকর্ড ভেঙে দিলো বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি। প্রথম দিনে শুধুমাত্র ভারতীয় থিয়েটারে ৩৩.১২ কোটি রুপি আয় করেছে ছবিটি। সেদিক থেকে আমির খানের ‘থ্রি ইডিয়টস’ এবং সালমান খানের ‘এক থা টাইগার’-এর রেকর্ডও ভেঙে দিলো শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’। গত ৮ই আগস্ট বৃহস্পতিবার ঈদের আগের দিন মুক্তি পায় ‘চেন্নাই এক্সপ্রেস’। রোহিত শেঠি পরিচালিত এ ছবিটির চতুর্থ দিন শেষে আয় একশ’ কোটির ঘরে পৌঁছে গেছে ইতিমধ্যে। এভাবে চলতে থাকলে ছবিটি ২০০ কোটির ঘর স্পর্শ করবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ‘থ্রি ইডিয়টস’ ২০২ কোটির ঘর স্পর্শ করেছিল। শুধু ভারতে নয়, অস্ট্রেলিয়া, বৃটেন, আমেরিকাসহ ভারতের বাইরে ৭০০টি থিয়েটারে মুক্তি দেয়া হয়েছে ‘চেন্নাই এক্সপ্রেস’। এটিও একটি রেকর্ড। একসঙ্গে দেশের বাইরে এতো থিয়েটারে এর আগে কোন ছবি মুক্তি পায়নি। শুধু তাই নয়, ভারতেরও সবচেয়ে বেশি থিয়েটারে মুক্তির রেকর্ডও গড়েছে ছবিটি। ভারতের ৩৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ ছবিটি ইতিমধ্যে সুপারহিট ছবির তালিকায় স্থান করে নিতে যাচ্ছে।
শাহরুখের রেডচিলি প্রোডাকশন হাউস থেকে ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবিতে শাহরুখের বিপরীতে দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন দীপিকা পাড়–কোন। ছবিটি মুক্তির আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে আসছে। বিশাল-শেখরের সংগীতায়োজনে ইতিমধ্যে ছবির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ছবিতে ‘লুঙ্গি ডান্স’ নামক একটি গান রজনীকান্তকে উৎসর্গ করে করা হয়েছে। হানি সিংয়ের গাওয়া এ গানটি টপচার্টের শীর্ষে রয়েছে এখন। ছবির কাহিনীতে দেখা যাবে উত্তর ভারতীয় শাহরুখ ঘটনাক্রমে দক্ষিণ ভারতে চলে যান। সেখানে চেন্নাইতে গিয়ে দীপিকার সঙ্গে পরিচয় হয় তার। এরপরই সেখানে গিয়ে শুরু হয় শাহরুখের নতুন জীবন, যেখানে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হন তিনি। অ্যাকশন-কমেডিনির্ভর এ ছবিটির প্রচারণায় এক মাস ধরে সময় দিচ্ছেন পরিচালক, শাহরুখ ও দীপিকা। ইতিমধ্যে ছবিটি প্রথম দিনের আয়ে রেকর্ড গড়েছে। এখন দেখার বিষয় সার্বিকভাবে ছবিটি ‘থ্রি ইডিয়টস’-এর ২০২ কোটি রুপি আয়কে অতিক্রম করতে পারে কিনা। সূত্র: ওয়েবসাইট।