অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :নির্বাচন পরবর্তী সময়ে যশোরে অভয়নগর, মনিরামপুর, বগুড়া, পাবনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণ ও দেশান্তরি হওয়ার ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পূঁজা উদযাপন পরিষদের উদ্যোগে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন কালো পতাকা হাতে মানববন্ধন, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জিরো পয়েন্ট থেকে সদর রোডে হিন্দু স¤প্রদায়ের সহস্রাধিক লোকজন অংশগ্রহণ করেন মানববন্ধনে। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ড. নীলকান্ত বেপারী, অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, অধ্যক্ষ রনজিৎ বাড়ৈ, সাবেক অধ্যাপক দয়ানিধি বিশ্বাস, অধ্যাপক বিরল চৌধুরী, সাবেক রাজিহার ইউপি চেয়ারম্যান রমেশ চন্দ্র দাস, শিক্ষক ও আওয়ামীলীগ নেতা যতীন্দ্র নাথ মিস্ত্রী, শিক্ষক প্রিয়লাল মন্ডল, নির্মলেন্দু বাড়ৈ, ডা. অমূল্য রতন বাড়ৈ, শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ছাত্রলীগ নেতা অনিমেষ মন্ডলসহ বিভিন্ন ইউনয়ন থেকে আগত হিন্দু নেতৃবৃন্দ। মানব বন্ধনে সংহতি প্রকাশ করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ইউসুফ মোল্লা, আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মহিলা আওয়ামীলীগ নেত্রী পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, আবু সালেহ লিটন, সোয়েব ইমতিয়াজ লিমনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন।