জি নিউজ অনলাইনঃ- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে একটি দেউলিয়া দল, তিনি বলেন, জিয়াউর রহমান ৭ নভেম্বর বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন। ৭ নভেম্বর অন্ধকার থেকে আলোতে ফেরার দিন।
এই দিনটি যারা পালন করেন না, বা পালন করতে দেন না, অস্বীকার করেন, তারা কখনোই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ৭ নভেম্বরকে গণহত্যার দিন বলে পালন করে। অথচ এদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।
গতকাল শনিবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। তারা পুলিশ, র্যাব এর উপর ভর করে দেশ চালাচ্ছে দেশের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশের শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির চিত্র বেরিয়ে আসছে।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। তিনি বলেন, সরকারের এই পুলিশ বাহিনী এতোটাই ক্ষমতাশালী হয়েছে যে, তারা এখন জনসভা করতে দেয় না অপরদিকে আওয়ামী লীগ প্রতিদিনই মিছিল মিটিং করছে। অথচ আমরা মিটিং-মিছিল করতে চাইলে বাধা দেয়া হচ্ছে।
এমনকি মোহাম্মদপুরে যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল এর বাসায় দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি মিটিং করছিলেন। সেখান থেকেও পুলিশ ৬৪ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন,