সাতক্ষীরা প্রতিনিধি ঃ জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের অভিযানে উন্নতমানের ২৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে জেলার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের পরিদর্শক সরদার মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান চালিয়ে বিদেশি বিভিন্ন ব্রাÊের ২৪ বোতল মদ পাওয়া যায়। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরা