সাতক্ষীরা প্রতিনিধিঃ জমাজমি এবং পূর্ব শত্র“তার জেরধরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে প্রতিপক্ষরা । এরআগে আরও লক্ষাধিক টাকার মাছ জোরপূর্বক লুট করে নেয় তারা। যাওয়ার সময় তারা ঘেরে বিষ প্রয়োগ করে। ঘটনাটি শনিবার রাতে সদর উপজেলার রইচপুর গ্রামে ঘটে। এব্যাপারে ৮ জনকে অভিযুক্ত করে গতকালই ঘের মালিক সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, সদরের রইচপুর গ্রামের সামসুদ্দিন সরদারের ছেলে আব্দুস সবুর ওই এলাকায় এক একর ৬৬ শতক জমির উপর প্রস্তুতকৃত ঘেরে মাছ চাষ করে আসছিলেন। একই এলাকার মোহাম্মাদ আলীর ছেলে মহাসিন, আলমগীর, জাহাঙ্গীর হোসেন উক্ত জমির উপর দাবি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরধরে তারা বিভিন্ন সময় ঘেরের মাছ লুট করার হুমকি দিতে থাকে। বিষয়টি নিয়ে ঘের মালিক গত ১০ মে সদর থানায় কয়েকজনের বির“দ্ধে একটি জিডি করেন যার নং ৪৬১। এর কিছুদিন যেতে না যেতেই প্রতিপক্ষরা শনিবার রাতে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল অবৈধ অস্ত্রের মুখে উক্ত ঘেরে হানা দিয়ে প্রায় লক্ষাধিক টাকার মাছ লুট করে। তাৎ¶নিক ভাবে ঘের মালিক দেখতে পেলে তাকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেন ঘের মালিক আব্দুস সবুর। সন্ত্রাসীরা মাছ লুট করে চলে যাবার সময় উক্ত ঘেরে বিষের বোতল ফেলে দিয়ে যায়। ফলে ঘেরে থাকা বাকি মাছও মারা যায়।
এঘটনায় গতকাল সকালে ঘের মালিক আব্দুস সবুর বাদি হয়ে ৮ জনের নাম উলেখ পূর্বক আরও ৮/১০ জনকে অজ্ঞাত দেখিয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত — পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছেন বলে জানান।
কাজী নাসির উদ্দীন/সাতক্ষীরা /জি নিউজ