কাজী নাসির উদ্দীন,সাতক্ষীরাঃবাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ( বিআরটিএ) সাতক্ষীরা এর আয়োজনে পেশাজীবি গাড়ী চালকদের ২ দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্ধোধন করেন জেলা প্রশাসক নাজমুল আহসান । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ রাশেদুল হোসেন। এছাড়া উপস্তিত ছিলেন পৌর মেয়র এম এ জলিল, প্রেসক্লাবের সভাপতি আবু আহম্মেদ ,সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন গাড়ী চালনার সময় ট্রাফিক আইন মেনে চলতে হবে । আইন অমান্য করলে কাওকে ছাড় দেওয়া হবে না। এ সময় ড্রাইভারদের দাবির প্রেক্ষিতে সাতক্ষীরার সকল মহাÑসড়কে নসিমন করিমন ইত্যাদি অবৈধ যানবাহন চলা চল বন্ধ হয়ে যায়।