কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরাঃউৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৭টি উপজেলায় ১২ লাখ ৪০ হাজার ৬২৩ টি এবং মাধ্যমিক স্তরে ২৬ লাখ ৪৬ হাজার ৯১১টি নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু প্রমুখ। পরে ছাত্র-ছাত্র/ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। এদিকে, বেলা ১১টায় সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে একই ধরণের অনুষ্ঠানের মধ্যদিয়ে বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যাক্ষ লিয়াকত পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আছাদুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, দৈনিক পত্রদূতের সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। এদিকে, সাতক্ষীরা সরকারী জুবলী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক স্তরের বই উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মহসিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ হোসেন। নতুন বই হাতে পেয়ে ছাত্র-ছাত্রীরা আনন্দে মেতে ওঠেন।
জেলা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানাগেছে, এ বছর সাতক্ষীরা জেলার ৭টি উপজেলায় প্রাথমিক স্তরে ১২ লাখ ৪০ হাজার ৬২৩ খানা এবং মাধ্যমিক স্তরে ২৬ লাখ ৪৬ হাজার ৯১১ খানা নতুন বই বিতরন করা হয়।