অনলাইন ডেস্ক:- সাভারের ধামরাইয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সাতক্ষীরাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে সেনাসদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
শুক্রবার ভোরে ধামরাইয়ের জয়পুর পালসি সিএনজি স্টেশনের কাছে ট্রাকের ধাক্কায় বাসটি খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহিদুল ইসলাম (২১), সামছুর রহমান (৪৫) ও ওবায়দুল হোসেন (৭০)। তবে নিহত অজ্ঞাত এক নারীর নাম-পরিচয় জানা যায়নি। আহতদের ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভারের বিভিন্ন প্রাইভেট হাসপতারে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে সাতক্ষীরাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ছেড়ে আসে। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুর পালসি সিএনজি স্টেশনের কাছাকাছি আসার পর পেছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় একজন সেনা সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জনের মতো যাত্রী।
ওসি জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে বলে জানান তিনি।
সাভারের ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে সেনা সদস্যসহ ৪ জন নিহত
Share This