অনলাইন ডেস্ক:- দেশের বিভন্নস্থানে সড়ক দুর্ঘটনায় শিশু ও বৃদ্ধাসহ ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সর্বশেষ ঢাকা–আরিচা মহাসড়কে বারোবাড়িয়া এলাকায় দুই বাস চাপায় একটি প্রাইভেটকারের ৭ যাত্রীসহ ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। পৃথক এ দুর্ঘটনা গুলোতে আহত হয়েছে প্রায় ৪০ জনের ও বেশি।
ধামরাই : শনিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকার ধামরাই উপজেলার বারোবাড়িয়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ ঘটে। হাইওয়ে পুলিশের উপ–পরিদর্শক (এসআই) মো. নান্নু দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্যেও সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে সোহাগ ও পদ্মালাইনের দু’টি বাস বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
মানিকগঞ্জ : জেলার সাটুরিয়া উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ–পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় নয়নবালা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় আধাঘণ্টা ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।
শনিবার সকাল ৯টার দিকে মহাসড়কের দেওহাটা এলাকায় এই ঘটনা ঘটে।
দেওহাটা পুলিশ ফাঁড়ির সহকারী উপ–পরিদর্শক (এএসআই) ফখরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী বালু ভর্তি ট্রাক রাস্তাপাড় হওয়ার সময় নয়নবালাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত নয়নবালা দেওহাটা কচুয়াপাড়া গ্রামের অমূল্য পালের স্ত্রী। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই স্থানে ফুট ওভারব্রীজ নির্মাণের দাবিতে আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম বানিয়াগাতীতে বাস–ট্রাক সংঘর্ষে ৫জন নিহত হয়েছে। এসময় অন্তত আরও ২৭ জন আহত হয়েছে।
শনিবার রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১ জনের নাম চায়না খাতুন (২০), সে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার পাথরখাদা গ্রামের বিল্লালের স্ত্রী। অন্যদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন শীর্ষ নিউজকে জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের বানিয়াগাতীতে রাত পৌনে ৩টার দিকে রংপুর থেকে ঢাকাগামী অনিক পরিবহনের একটি যাত্রী বোঝাই বাস বানিয়াগাতীতে পৌঁছালে এসময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অন্তত ৩০ যাত্রী।
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার সমুদ্র সৈকত এলাকায় টমটমের ধাক্কায় সুমাইয়া বেগম (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। পতেঙ্গা থানার উপ–পরিদর্শক শাহাদাত হোসেন ঘটনার সতত্য নিশ্চিত করে শীর্ষ নিউজকে জানান, সমুদ্র সৈকত সিএনজি ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হওয়ার সময় টমটমের ধাক্কায় গুরুতর আহত হয় সুমাইয়া।সূত্র:শীর্ষ নিউজ, পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে মেডিকেল মর্গে রয়েছে।