জি নিউজ অনলাইন ডেস্ক:- সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমেই সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
‘গুম–হত্যা, পেশাজীবী নির্যাতন, বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ বন্ধে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
আলোচনা সভায় অংশ নিয়ে খন্দকার মাহবুব বলেন, “বিএনপির নেতাকর্মীদের হত্যা–গুম করে, মিথ্যা মামলায় গ্রেফতার করে সিটি করেপোরেশন নির্বাচনে বিজয় ঠেকানো যাবেনা।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
‘গুম–হত্যা, পেশাজীবী নির্যাতন, বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ বন্ধে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
“এই নির্বাচনের মাধ্যমে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবে, সেখান থেকে ফিরে আসার সুযোগ নেই। সরকার পতন করেই তারা ঘরে ফিরবে।”
খন্দকার মাহবুব বলেন, “বিএনপি যদি নির্বাচনে না যেত তাহলে সরকার বিদেশিদের বলতো বিএনপির জনসমর্থন নেই। তারা পেট্রলবোমা, জঙ্গিবাদী দলে পরিণত হয়েছে।”
তিনি বলেন, “দেশের মানুষ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। সরকার ভেবেছিলো তারা পেট্রলবোমা মারবে, সেই দোষ বিএনপি ও ২০ দলীয় জোটের হবে। সেভাবেই তারা প্রচার করে আসছিলো। কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে শত শত মানুষকে হত্যা ও পঙ্গু করা হচ্ছে সেটা প্রচার করছে না। এর জন্য বাংলাদেশের মানুষ সরকারকে ক্ষমা করবে না। একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করবে।” “জেল–জুলুম করে অতীতে কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারেনি। এই সরকারও পারবে না।