জি নিউজ ডেস্কঃ অনলাইন ক্রয়ে গ্রাহকদের ক্রমবর্ধমান আগ্রহের কথা বিবেচনায় এবং বিক্রয় সেবাগ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্প্রতি এখনইডটকম ও সিম্ফনির মধ্যেচুক্তি স্বাক্ষরিত হয়েছে।ই-মার্কেটিং সেবা প্রদানকারীপ্রতিষ্ঠান এখনইডটকম সিম্ফনির অথোরাইজডঅনলাইন পার্টনার হিসেবে কাজকরবে।এক্ষেত্রে গ্রাহকগণঅনলাইনে ডেবিট, ক্রেডিট ও অন্যান্যঅনলাইন পেমেন্টর মাধ্যমে সিম্ফনিপণ্য ক্রয় করতে পারবে। অনলাইনেগ্রাহককে সিম্ফনি নির্ধারিতমুল্যের অধিক মূল্য প্রদানকরতে হবে না। অনলাইন ক্রয়েগ্রাহকগণ ঢাকার মধ্যে ২৪ ঘণ্টাএবং ঢাকার বাইরে দেশের অন্যান্যস্থানে ৭২ ঘন্টার মধ্যে এখনইডট কম ওয়েব সাইটে পছন্দের মডেলটিবাছাই করে হোম ডেলিভারি সেবাপাবে। সিম্ফনির চেয়ারম্যানজনাব আমিনুর রশিদ এবং এখনইডটকম এর প্রধান নির্বাহীকর্মকর্তা শামীম আহসান নিজনিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিস্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরঅনুষ্ঠানে সিম্ফনি’র সিনিয়রডিরেক্টর রেজওয়ানুল হক, হেডঅফ মার্কেটিং রফিক উদ্দিন, ন্যাশনাল সেলস ম্যানেজার এম.এ.হানিফ, সিনিয়র ম্যানেজার, মার্কেটিংজাহিদুল ইসলাম এবং এখনইডটকম এর রিলেশনশিপ ম্যানেজারমোঃ আতিক উপস্থিত ছিলেন।