সলিম আহমদ সলু(জি,নিউজ,সিলেট,২৪এপ্রিল): সিলেটের জৈন্তাপুরে ১১ হাজার কেভি বিদ্যু লাইন মেরামতে কর্তৃপক্ষের উদাসিনতার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন থেকে উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের একটি খুটির রানওয়ে ভেঙ্গে পড়ে ঝুলে আছে।এতে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।অত্র এলাকার জনগন বার বার সিলেট পল্লি বিদ্যু সমিতির অফিসে ধরনা দিলেও এ ব্যাপারে যেন কর্তৃপক্ষ কোন কিছুই জানেন না এমন মনোভাব দেখাচ্ছেন।এলাকাবাসী বার বার যোগাযোগ করা সত্ত্বেও কর্তৃপক্ষ লাইনটি মেরামতে কোন উদ্যোগ নিচ্ছেনা।পখিবিল এলাকাবাসী জানান, সিলেট পল্লী বিদ্যু সমিতি-২ কর্তৃপক্ষের সাথে লাইনটি মেরামতের জন্য বার বার যোগাযোগ করেছি। কিন্তু তারা আমাদের কথায় কর্নপাথ করছেনা।এদিকে ঝুলে থাকা লাইনের কারণে অত্র এলাকায় যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে বলেও এলাকাবাসীর দাবী।এব্যপারে সিলেট পল্লী বিদ্যু সমিতি-২ এর সাথে যোগাযোগ করা হলে লাইনের রানওয়ে ছিঁড়ে ঝুলে থাকার ব্যাপারে কিছু জানেন না বলে অফিস কর্তৃপক্ষ জানান।অপর দিকে এ বিষয়টি নিয়ে এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হচ্ছে।যা যে কোন সময় অনাকাংথিত ঘটনার জন্ম দিতে পারে।