হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে গত দু’দিন ধরে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে এবং ভারতে ১১টি শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের কারণে গত বুধবার থেকে এই বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। এর ফলে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি। বন্দরে পণ্য উঠা-নামার কাজও বন্ধ রয়েছে।
ভারত হিলির কাস্টমস এক্সপোর্টার এন্ড সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অশোক কুমার মন্ডল বলেন, গত বুধবার থেকে ১০ দফা দাবিতে ৪৮ ঘন্টার ধর্মঘটের ডাক দেয় ভারতের ১১টি শ্রমিক সংগঠন। এই কারণে এই বন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায়। এদিকে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ডা. মো: আলতাফ হোসেন বলেন, মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে কাল শনিবার থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
সম্পাদনা/শাবানা মন্ডল /০১.৪৮ঘ /২২ ফেব্রয়ারি
হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ
Share This