চিটাগাং প্রতিনিধি, জি নিউজ,নগর আওয়ামী লীগের,সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘সাম্প্রদায়িক শক্তির মোকাবিলায় প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলায় কমিটি গঠন করতে হবে। প্রতিটি উপজেলায় যেন ৩০০ জনের ছাত্র স্কোয়াড গঠন করা হয়। এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে সুশীল সমাজের প্রতিনিধিদের। সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবির বাঁশখালী, সাতকানিয়া, লোহাগড়ায় যে নারকীয় হত্যাকা- চালিয়েছে তা কোনো অবস্থাতেই মেনে নেয়া যায় না। ভূজপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হত্যা করা হয়েছে আমাদের দলের নেতাকর্মীদের। হেফাজতে ইসলাম কোনো ইসলামী দল নয়। তারা বলেছে আমি নাস্তিক। আমি নই, আপনারা নাস্তিক। নাস্তিকের বড় ভাই।’
দক্ষিণ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন। পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের সামনে কঠিন সময়। প্রতিরোধ গড়ে তোলতে হবে। প্রয়োজনে জীবন বাজি রাখতে হবে। যদি প্রতিরোধ গড়তে না পারি তাহলে আমাদের অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে। এ সরকারের আমলে ইসলাম সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু হেফাজতে ইসলাম ঠুনকো ইস্যুতে এ দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। অথচ পবিত্র কোরআনেই উল্লেখ আছে ইসলাম রক্ষা করবেন আল্লাহ নিজেই। হেফাজত কিংবা জামায়াতের দরকার নেই। মোছলেম উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা পালন করে দক্ষিণ জেলা আওয়ামী লীগের ইতিহাসে উজ্বল দৃষ্টান্ত স্থাপন করব। আগামী তিন মাসের মধ্যে জেলার প্রতিটি উপজেলা কমিটি গঠন করা হবে। জেলার সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে সংর্ধনা সভা হচ্ছে প্রতিবাদ সভা হিসেবে।’ মফিজুর রহমান বলেন, জাতীয় সংকটময় মুহূর্তে শেখ হাসিনা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। দোয়া করবেন আমরা যেন আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। যেসব অপশক্তি নৈরাজ্য সৃষ্টি করে চলেছে তাদেরকে একাত্তরের