অনলাইন ডেস্ক:- ২০১৪ সালের শেষ দিন গতকাল । যায় দিন ভালো, আসে দিন খারাপ। ২০১৪ সাল ছিল শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের সাল। আর ২০১৫ সাল হবে খালেদার সর্বনাশের সাল। বিএনপির কবরের সাল বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘খালেদা জিয়া মানুষ খেকো। রক্ত ছাড়া তার আর কিছু ভালো লাগে না। বিএনপিকে তো এখন আর আমরা বিএনপি বলি না, খালেদা জিয়া এখন জামায়াত-শিবিরের আমির। এজন্য তার কথা তার নেতারাও শোনেন না। হরতালের নাম দিয়ে ভিসিআর দেখেন।’
বঙ্গবন্ধু এভিনিউতে গতকাল বুধবার সকাল সোয়া ১১ টার দিকে আওয়ামী হরতালবিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘২০১৪ সাল বিএনপির পতনের সাল। ২০১৫ সাল হবে তাদের কবরের সাল। তারা যেভাবে মানুষ হত্যা করেছে, কুরআন শরীফে আগুন দিয়েছে, জনগণ তাদের ক্ষমা করবে না।’
এসময় তিনি দাবি করেন, দেশে কোন হরতাল হচ্ছে না। দোকান পাট খোলা আছে। গাড়ি-ঘোড়া চলছে। দেশের জনগণ হরতাল মানে না।
মায়া বলেন, দেশের মানুষ ২০২১ সালের অপেক্ষায় বসে আছে। কারণ ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। এই জন্য বিএনপি-জামায়াত প্রধানমন্ত্রীকে হত্যা করতে চায়। তবে এই ধরনের কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত আমরা সফল হতে দেব না।
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
২০১৫ হবে খালেদার সর্বনাশের সাল: মায়া
Share This